ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে মহিলা দলের সাথে মতবিনিময় সভা নারীদের স্বাবলম্বী করতে বিএনপি বদ্ধপরিকর – ড. খন্দকার মারুফ হোসেন

ডিএসবি নিউজ
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার গয়েশপুর ড. খন্দকার মোশাররফ হোসেন এর বাড়িতে

আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ভূঁইয়া। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেত্রী অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। নারীরা যাতে স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে মর্যাদার সাথে বাঁচতে পারেন, বিএনপি সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ ও উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে মহিলা দলের নেত্রীদের সজাগ থাকতে হবে। জনগণকে সত্য জানাতে এবং নারীদের সংগঠিত করতে মহিলা দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এড. ফরিদা ইয়াসমিন ডলি সঞ্চালনা করেন। তিনি বলেন, “দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার নেত্রীরা আজ একত্রিত হয়েছেন। এটি আমাদের সাংগঠনিক শক্তির প্রমাণ।”

বক্তারা আরো বলেন, বিএনপি নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করবে যাতে তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। নারীর অগ্রগতিই দেশের অগ্রগতি—এই মূলমন্ত্রে কাজ করবে বিএনপি।

সভায় উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।