তার বিরুদ্ধে হত্যা মামলা সহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে
মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি:
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকা গুলশান এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,
“মেজর (অব.) সুমনকে গুলশান থেকে আটক করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আজই কুমিল্লা জেলা জজ আদালতে প্রেরণ করা হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা মামলা সহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেজর (অব.) সুমনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে দাউদকান্দি ও আশপাশের এলাকায় স্বস্তি ও প্রফুল্লতার পরিবেশ দেখা দিয়েছে। অনেকেই জানিয়েছেন, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও বিরোধের কারণে এলাকাবাসী আতঙ্কে ছিলেন।
পুলিশ বলেছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।