ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

এপেক্স ক্লাব অব সিল্কওয়ে’র ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণাঃ প্রেসিডেন্ট: অ্যাপে. অ্যাড. সালেহ আহমেদ সরকার, সেক্রেটারী ও ডিএনই: অ্যাপে. অ্যাড. মো. রাসেল আহমেদ (রাফি)

ডিএসবি নিউজ
অক্টোবর ৩১, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা):

এপেক্স বাংলাদেশ-এর অধিভুক্ত “এপেক্স ক্লাব অব সিল্কওয়ে” (ক্লাব নং ৯৪, ডিস্ট্রিক্ট ০৮)-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমিল্লার রাজগঞ্জস্থ ক্যাপসি কাম পার্টি সেন্টারে আয়োজিত ক্লাবটির ৯ম বার্ষিক সাধারণ সভা (AGM)-এ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই কমিটি অনুমোদিত হয়। সভাটি সভাপতিত্ব করেন এপেক্সিয়ান অ্যাড. চৌধুরী মো. আহাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ও এপেক্সিয়ান আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মনিরুল ইসলাম ভূঁইয়া, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন এবং ডিস্ট্রিক্ট গভর্নর-০৮ এপেক্সিয়ান সাখাওয়াত সোহেল।
এছাড়া দেশব্যাপী বিভিন্ন জেলা ও ক্লাবের প্রায় ১৫০ জন প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।
ঘোষিত নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ:
সভাপতি: অ্যাপে. অ্যাড. সালেহ আহমেদ সরকার
সচিব ও ডিএনই: অ্যাপে. অ্যাড. মো. রাসেল আহমেদ (রাফি)
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: অ্যাপে. অ্যাড. আল রেজা খান রাজু
জুনিয়র ভাইস প্রেসিডেন্ট: অ্যাপে. অ্যাড. আব্দুস সাত্তার
আইপিপি ও এক্সপেনশন ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. চৌধুরী মো. আহাদ
ট্রেজারার: অ্যাপে. অ্যাড. মোহাম্মদ সরওয়ার আলম (রাসেল)
সার্ভিস ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. আশিকুর রহমান
মেম্বারশিপ ও অ্যাটেনডেন্স ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. মো. আব্দুল করিম
ফেলোশিপ ও পাবলিক রিলেশন ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. কৌশিক সরকার
পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর: অ্যাপে. অ্যাড. মো. কামাল হোসেন
সার্জেন্ট-অ্যাট-আর্মস: অ্যাপে. অ্যাড. জাকির হোসেন নয়ন
নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাপে. হাবিবুর রহমান চৌধুরী এবং সহকারী কমিশনার অ্যাপে. অ্যাড. মাহবুবুর রহমান ও অ্যাপে. সামছুর রহমান ফারুক। এ সময় এজিএম অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপে. এ.এস.এম. মোস্তাফিজুর রহমান।
নবনির্বাচিত নেতৃত্ব এপেক্স ক্লাবের মূল আদর্শ “Service, Citizenship & Fellowship”–এর আলোকে সমাজসেবা, মানবিক উন্নয়ন, তরুণ নেতৃত্ব বিকাশ ও সামাজিক সম্প্রীতি জোরদারে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, অতিথি এবং বিভিন্ন স্তরের এপেক্সিয়ান সদস্যদের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
— প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।