ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাদক নির্মূলের নামে অপরাধ জন্মদাতা—ময়মনসিংহে অবৈধ কেন্দ্রের কলঙ্কগাথা!

ডিএসবি নিউজ
নভেম্বর ৬, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহঃ মাদকমুক্ত সমাজ গড়ার নামে নির্মিত হওয়ার কথা মানবতার আশ্রয়…আর সেখানে যখন দাঁতালো লোভের হাত বাড়িয়ে দেয় অপরাধীরা—তখন সমাজের চেয়ে বড় অসহায় হয় রাষ্ট্রের ন্যায়বিচার! ময়মনসিংহ জেলা জুড়ে অনুমোদনহীন মাদক নিরাময় কেন্দ্রের বিস্তার আজ অতিমাত্রায়—ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের অধিকাংশেই নেই: –সরকারি অনুমোদন–নিবন্ধিত চিকিৎসক/মনোরোগ বিশেষজ্ঞ–নিরাপত্তা বা চিকিৎসা নীতিমালা। বরং চলছে—রোগী আটকে রেখে টাকা আদায়,মারধর ও শারীরিক নির্যাতন!

মানবাধিকার লঙ্ঘন,পরিবারকে জিম্মি বানানো! মাদক ব্যবসার নেটওয়ার্কিং—পরিবেশ সৃষ্টি! যা সরাসরি রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে এক গোপন দানবের জন্ম! চাঞ্চল্যকর তথ্য: সন্ত্রাস মামলার আসামিই এখন ‘পুনর্বাসনের পরিচালক’! বাইপাসের ময়নার মোড়—‘পপুলার মাদক নিরাময় কেন্দ্র।’ নামে জনপ্রিয় হলেও কার্যক্রম ভয়ংকর! কারণ—এর পরিচালক হাফিজ খান সাগর–তার বিরুদ্ধে বহু সন্ত্রাস ও বিস্ফোরক মামলা বিচারাধীন! যার নিজস্ব অপরাধ–নেটওয়ার্ক এখনও সক্রিয়! আইনের আসামি এখন নেশামুক্তির দায়িত্বে! এ যেন রাষ্ট্র ব্যবস্থার বন্দুক সরাসরি অপরাধীর হাতে তুলে দেওয়া! স্থানীয়দের প্রশ্ন—“যে নিজেই সমাজের বিষ,সে কী করে সমাজকে বিষমুক্ত করবে?” আরো বড় প্রশ্ন—কে দিচ্ছে এদের সুরক্ষা? অনুসন্ধানে বেরিয়ে এসেছে সবচেয়ে ভয়ংকর সত্য—জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি আনোয়ার হোসেন:ছলে–বলে–কৌশলে আইন প্রয়োগের নামে,এসব অনিয়ম ঢেকে দিয়ে মাসোয়ারা বাণিজ্যের সাম্রাজ্য গড়েছেন!–তাঁর শিথিলতা,নীরবতা ও অদ্ভুত সুরক্ষা আজ প্রশ্নের তীরে বিদ্ধ—“কোন মূল্যেই বা অপরাধীদের এত প্রশ্রয়ের কারণ?”কে দেয় অনুমতি—অপরাধীর হাতে ‘রাষ্ট্রীয় দায়িত্ব’? প্রশাসনকে তিনি কি ভুল–তথ্য দিচ্ছেন? ডিডির বক্তব্য—“লাইসেন্সও নবায়ন আছে… পরিবেশ উন্নয়নে দুই মাস সময় দেওয়া হয়েছে!–অথচ জাতীয় মানদণ্ডের একটিও শর্ত পূরণ হয়নি! কেন্দ্রটির কোনো সরকারি সনদ আপডেট নেই! কর্মরতদের কেউই চিকিৎসা প্রশিক্ষিত নয়! রেজিস্ট্রেশনের ডকুমেন্টে জালিয়াতির প্রমাণ! অর্থাৎ—অপরাধীরা বাণিজ্য করছে—আর ডিডি সেটাকে বৈধতার মুকুট পরাচ্ছেন!–ভয়ংকর ভবিষ্যতের,সতর্কবার্তা–ওষুধ–সিরাপ–ইনজেকশন—সবকিছুতেই অনিয়ম! অনেক রোগী ভর্তি হয়ে পুনর্বাসনের বদলে বেরিয়ে আসে আরও ভয়ংকর অপরাধী হয়ে! এমন অবৈধ কেন্দ্রগুলো আসলে,মাদক পুনর্ব্যবসার নতুন কারখানা—অপরাধ তৈরির জন্মঘর! আর এই নেটওয়ার্ক ময়মনসিংহ পেরিয়ে–সারা দেশে ছড়িয়ে পড়ার ভয়ানক সম্ভাবনা! জাতীয় স্বার্থে জরুরি দাবিঃ ১️.অবৈধ সকল কেন্দ্র অবিলম্বে বন্ধ। ২️.ডিডি আনোয়ার হোসেনকে অপসারণ ও বিচার। ৩️.সন্ত্রাস মামলার আসামির লাইসেন্স বাতিল ও গ্রেফতার। ৪️.জাতীয় পর্যায়ে উচ্চক্ষমতা সম্পন্ন মনিটরিং সেল টিম। ৫️.ভুক্তভোগীদের জন্য সুরক্ষা ও আইনি সহায়তা। আমাদের পরবর্তী বোমা–ফাটানো অনুসন্ধানঃ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি—প্রতিটি অবৈধ মাদক নিরাময় কেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা! মালিক/পরিচালকের অপরাধের নথি! মানবাধিকার লঙ্ঘনের সাক্ষ্য–প্রমাণ! মাসোয়ারা চক্রের অর্থ লেনদেন!–অত্যন্ত সংবেদনশীল এসব তথ্য–সরকারি হাইকমান্ড ও জনগণের সামনে প্রকাশ করা হবে। কারণ এই অপরাধীরাই জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ! জনগণের প্রতি সাংবাদিকতার অঙ্গীকারঃ মাদকমুক্তি সেবামূলক কাজ–সেখানকার প্রতিটি অনিয়ম সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই দানবীয় নেটওয়ার্ক ভেঙে–ময়মনসিংহকে নিরাপদ রাখাই–
এ মুহূর্তে রাষ্ট্র ও আইনের সবচেয়ে বড় পরীক্ষা। জনস্বার্থে সর্বোচ্চ সতর্কবার্তা: এখনই ব্যবস্থা নিন—না হলে ময়মনসিংহ হবে সারাদেশের সবচেয়ে ভয়ংকর মাদকের রাজধানী!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।