মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে দূর্বাঘাস সাহিত্য সংসদের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও সংগঠনের ১৪তম সাহিত্য সভা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গৌরীপুরের আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ (বাংলা ক্যাম্পাস) প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সভাপতি এবং অ্যাডভোকেট রাসেল রাফি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সহসভাপতি হিসেবে নির্বাচিত হন মো. মিজানুর রহমান তালুকদা ও খন্দকার আল মামুন। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান আব্দুর রহমান ঢালী। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন অহিদুর রহমান এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম স্বপন। অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য সম্পাদক ওমর ফারুকুজ্জামান এবং সহ সাহিত্য সম্পাদক ইউসুপ নাসির দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সোহেল রানা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে মো. ফারুক কামাল, তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে শরীফ প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কামরুল হাসান এবং দপ্তর সম্পাদক হিসেবে আমিন ইসলাম নির্বাচিত হন। ধর্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. আক্তারুজ্জামান এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রেহেনা খানম। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন সন্তোষ রায়, মোহাম্মদ শাহজামান শুভ ও শাকিল সরকার।
অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও প্রতিষ্ঠাতাসহ নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সাহিত্য পাঠ, আলোচনা ও সাংগঠনিক অগ্রগতির বিষয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে সভা শেষ হয়।
আয়োজকেরা জানান, আগামী দিনগুলোতে দূর্বাঘাস সাহিত্য সংসদ সাহিত্যচর্চা বিস্তারে নিয়মিত সাহিত্য সভা, কর্মশালা ও প্রকাশনা কার্যক্রম জোরদার করবে।

