ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার।

ডিএসবি নিউজ
মে ৮, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৬ মে ২০২৫ ইং তারিখ রাত ১০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ১নং আসামী মোঃ সাকিব আলী (২৪), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-বাদুরতলা বারোঘরিয়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনাববগঞ্জকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ভিকটিম মোছাঃ সালমা খাতুন (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলাকালে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং উক্ত ছবি আসামী তার মোবাইলে ধারণ করে রাখে। আসামীর সাথে ভিকিটিমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হলে ভিকটিম আসামীকে বিয়ের প্রস্তাব দিলে আসামী ভিকটিমের সাথে নানা টালবাহনা শুরু করে। একপর্যায়ে ভিকটিম আসামীকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আসামী তার মোবাইলে ধারণকৃত নগ্নছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ০৬ মে ২০২৫ ইং তারিখ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল চাঁপাইনাববগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।