ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধভাবে মাটি উত্তোলনে একজনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল

ডিএসবি নিউজ
মে ৯, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা)

দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টায় এ অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদোয়ান ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি ও খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়।

অভিযানের সময় মূল হোতা ডালিম তালুকদার ও কামাল তালুকদার পালিয়ে গেলেও ভেকু চালকসহ একটি ভেকু মেশিন আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে রায় ঘোষণা করা হয়।

আটককৃত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ উত্তোলন আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

অভিযানে ব্যবহৃত ভেকু মেশিনটি বিটেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। দণ্ডিত ব্যক্তি নির্ধারিত ব্যাংকে জরিমানার টাকা জমা দিয়ে রসিদ দেখালে মেশিন ও ব্যক্তিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদোয়ান ইসলাম বলেন, “সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে কৃষিজমি ও পরিবেশ রক্ষা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।