মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার এস আই আহসান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যা চেষ্টার মামলার তদন্তে প্রাপ্ত আসামি মজিবুর রহমান বাবুল প্রকাশ বাবুকে (৬৫) গতকাল রোববার রাতে দাউদকান্দি পৌরসভার উত্তর গাজীপুর থেকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার শহীদনগর ইসরাফিল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার মায়ের দায়ের করা দাউদকান্দি মডেল থানায় হত্যা চেষ্টা মামলার আসামি দাউদকান্দি পৌরসভার উত্তর গাজীপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র ও পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মুজিবুর রহমান বাবুল কে গ্রেফতার করেছে পুলিশ। মুজিবুর রহমান বাবুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।