নিজস্ব প্রতিবেদক দাউদকান্দি, কুমিল্লা |
মারুকা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে অত্যন্ত দায়িত্বশীল ও সংগঠনতান্ত্রিক প্রক্রিয়ায়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিয়াজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন গাজী।
বৃহস্পতিবার, ৩ জুন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। আনন্দ মিছিল ও নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল মেম্বার, যিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে এই কমিটি ইউনিয়নে বিএনপিকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে সহায়ক হবে।
দাউদকান্দি উপজেলা বিএনপির একাধিক নেতা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, “এই নেতৃত্ব ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে এবং রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”স