মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা)
‘আমাদের কুমিল্লা’ পত্রিকার সম্মানিত সম্পাদক শাহজাদা এমরান সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় নীলফামারিতে পুলিশি হয়রানির শিকার হন। কুমিল্লা থেকে একটি কুচক্রী মহলের প্ররোচনায় ও মিথ্যা তথ্যের ভিত্তিতে এ হয়রানি ঘটানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে পরে সম্মানজনকভাবে আপ্যায়ন শেষে তাকে বিদায় জানানো হয়।
এই প্রেক্ষিতে, আজ ১১ জুলাই, শুক্রবার, শাহজাদা এমরান গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ যাওয়ার পথে দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুকরিয়া সংবর্ধনার আয়োজন করা হয়। আমাদের কুমিল্লার দাউদকান্দি প্রতিনিধি সাদ্দাম হোসেনের উদ্যোগে দুপুর ১২টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও আমাদের কুমিল্লার সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ আহাম্মদ লাভলু, এবং অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা, যারা তৎক্ষণাৎ এসে এই অনাড়ম্বর সংবর্ধনায় অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক শাহজাদা এমরান শুধু একজন সংবাদকর্মী নন, বরং নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতীক।”
সংবর্ধনা শেষে উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানান।