মোঃআনজার শাহ
বর্তমান রাজনৈতিক অস্থিরতা, হিংসা ও ক্ষমতার অপব্যবহারে বিতৃষ্ণ হয়ে উঠছে দেশের নতুন প্রজন্ম। তরুণ শিক্ষিত সমাজ প্রশ্ন তুলছে—রাজনীতি মানেই কি চাঁদা তুলে চলা, অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া, আর জনগণের সম্পদ দখল করা?
নতুন প্রজন্ম মনে করে, ব্যক্তিমানের পরিবর্তন নয়, প্রয়োজন সিস্টেমের আমূল সংস্কার। তারা বলছে, “একটা রাষ্ট্র তখনই এগোয়, যখন সেখানে একজন সাধারণ নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়।”
তাদের ভাষায়—
“আমরা দিনশেষে শুধু লাশ গণনা করব আর প্রশ্ন করব—আমাদের দেশ কেন সিঙ্গাপুর হতে পারছে না? অথচ নিজেরাই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারছি না। এভাবে চলতে থাকলে উন্নয়ন নয়, বারবার বিপ্লব হবে, রক্ত ঝরবে আর রাজনীতি হবে লাশের হাট।”
তরুণদের মতে, রাজনীতি যদি মানুষের কল্যাণের জন্য না হয়, যদি তা অন্যায়কে প্রশ্রয় দেয়, তাহলে এমন রাজনীতি কখনোই কাম্য নয়—অতীতেও ছিল না, ভবিষ্যতেও হতে পারে না।