দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি;
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে মুজিবুর রহমান দেওয়ান নামের এক ব্যক্তি সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কিন্তু অভিযোগ উঠেছে, তিনি এখনো সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ নম্বর বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না এবং রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করলে তা ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। এ ধরনের অসদাচরণের বিরুদ্ধে সরকার সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।
নবগঠিত কমিটি প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে—কীভাবে একজন সরকারি চাকরিজীবী বিএনপির মত একটি রাজনৈতিক দলের কমিটিতে স্থান পেলেন।
এ বিষয়ে মুজিবুর রহমান দেওয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। তবে পরবর্তীতে তিনি ইমোতে কল দিয়ে স্বীকার করেন, তিনি এখনো সরকারি চাকরিতে রয়েছেন এবং তার চাকরির মেয়াদ মাত্র ৭ মাস বাকি আছে। তাই তিনি আগেভাগেই কমিটিতে যুক্ত হয়েছেন।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বারপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
এ বিষয়ে এখনও দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।