শেখ মামুনুর রশীদ মামুন | বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ: অপরাধ নির্মূলে দৃঢ় অবস্থান নিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিক নির্দেশনা এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের তত্ত্বাবধানে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কমর উদ্দিনের নেতৃত্বে একের পর এক অভিযান পরিচালিত হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়।
সাম্প্রতিক এক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জন চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারীসহ রয়েছেন ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ও একাধিক মামলার পলাতক আসামি।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
১. তাসলিমা, স্বামী মো. বাদল সরকার, সাং: কৃষ্টপুর দৌলত মুন্সী রোড, ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।
২. মো. হেলাল উদ্দিন ওরফে কালু মিয়া (৪৩), পিতা: মৃত কামাল উদ্দিন, সাং: বাঘমারা – জি.আর ওয়ারেন্টভুক্ত আসামি।
৩. লিমন (২৪), পিতা: খোকন মিয়া, সাং: পাটগুদাম আটানী পুকুরপাড় – চুরি মামলার আসামি।
৪. আবুল কালাম (৩৫), পিতা: আবু তাহের, সাং: কেওয়াটখালী – ছিনতাই মামলার আসামি।
৫. ইশান আহমেদ (২০), পিতা: মৃত আফাজউদ্দিন, সাং: গোলাপজান রোড, কাচিঝুলি – ছিনতাই মামলার আসামি।
৬. মানিক মিয়া (৩০), পিতা: নূর মোহাম্মদ, সাং: চর গোপীনাথপুর, থানা: তারাকান্দা – চুরির অভিযোগে গ্রেফতার।
অভিযান শেষে ইনচার্জ মোঃ কমর উদ্দিন জানান, “জেলায় অপরাধ নির্মূলে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, ছিনতাই ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং পুলিশি তৎপরতায় আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।