মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপিকে পরিকল্পিতভাবে বিতর্কিত ও দুর্বল করার অপচেষ্টা সুস্পষ্ট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, “যারা জনসমর্থনহীন, তারাই এখন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করতে চাইছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু আগেই সতর্ক করেছিলেন—এক ‘অদৃশ্য ছায়া’ আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। আজ সেই অদৃশ্য শক্তির ভূমিকা আর গোপন নেই।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সময়ে ধৈর্য ও বিচক্ষণতা অত্যন্ত জরুরি। কোনও উস্কানিতে পা না দিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের প্রধান শক্তি হচ্ছে জনগণের আস্থা এবং পারস্পরিক সংহতি।”
ড. মারুফ হোসেন আরও বলেন, “আমাদের সংগ্রাম কেবল বিএনপির নয়—এটি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই লড়াইকে শক্তিশালী করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের শক্তির কাছে কোনও অপশক্তিই টিকবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রা আমরা ঐক্যবদ্ধভাবেই সফল করবো।”