দাউদকান্দি (কুমিল্লা)১৫ জুলাই ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আগামী ১৬ জুলাই (বুধবার) বিকাল ৪টায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিক্ষোভ মিছিলটি দাউদকান্দি বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্বরোড স্মৃতিস্তম্ভ পর্যন্ত গমন করবে।
আয়োজনে রয়েছে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে তারেক রহমানের পক্ষে এবং অপপ্রচারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।
আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি পৌর বিএনপির পক্ষ থেকে জানান,
“তারেক রহমান মানেই গণতন্ত্রের আশা, আস্থার প্রতীক। যাঁর নেতৃত্বে আমরা একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। তাঁর বিরুদ্ধে অপপ্রচার মানেই বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।”
বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                    
 
                                 
                                 
                                 
                                