ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঝড়বৃষ্টি উপেক্ষা করে দাউদকান্দিতে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন, বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

ডিএসবি নিউজ
আগস্ট ৫, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি |

আজ ৫ আগস্ট, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে এই মিছিল আয়োজিত হয়।

ঝড়বৃষ্টি উপেক্ষা করে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন। উপস্থিত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “আজকের এই দিন শুধু একটি স্মরণীয় দিনই নয়, এটি আমাদের প্রতিজ্ঞার দিন। আজ থেকেই আমরা নির্বাচনী মাঠে থাকবো এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণের পাশে থাকবো।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিজয় মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও ঝড়বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ড. খন্দকার মারুফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।