মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি |
দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের নশ্বিপুর গ্রামের কৃতি সন্তান মরহুম গনি মোল্লা সাহেবের তৃতীয় পুত্র, দোগায়া চাঁদপুরী শাহ হুজুরের খলিফা, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহ সূফী আলহাজ্ব সিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর ৭ মাস ১১ দিন। তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন।
মরহুম তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কর্মজীবনে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি ব্যাংক খাতে বিশেষ সুনাম অর্জন করেন। পাশাপাশি আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল অনন্য। তিনি নশ্বিপুর জামে মসজিদের মোতোয়ালি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিএসবি নিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আল্লাহ্ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম মর্যাদা দান করুন—আমিন।