দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছেন এক পক্ষ। এর ফলে অন্তত ৪–৫টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয়রা জানান, ধারিবন গ্রামের ইরন মিয়া (৫২), পিতা মৃত দুধ মিয়া কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১৪৫ ধারার মামলা (১০১/২০২৫) দায়ের করার পর প্রতিপক্ষ পরিবারের একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দেন। এতে ইসমাইল, হাবিব উল্লাহ, ডালিম, আকলিমা, জোসনা, হতুহেতু, হাজেরা ও নাছিমাসহ কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েন।
এলাকাবাসী বলেন, “বর্ষার এ সময়ে বিকল্প কোনো পথ নেই। একমাত্র রাস্তা বন্ধ থাকায় নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা ঘরে বন্দি হয়ে আছি। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া বা শিশুদের স্কুলে পাঠানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”
চরম ভোগান্তির কারণে ভুক্তভোগীরা বৃহস্পতিবার (২১ আগস্ট) দাউদকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বরাবরে ফৌজদারী কার্যবিধি ১৩৩ ধারায় প্রতিকার চেয়ে দরখাস্ত জমা দিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “রাস্তাটি ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। অবিলম্বে রাস্তা খুলে দিয়ে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে।”
সরেজমিনে দেখা যায়, পানিবন্দি পরিবারগুলোর ঘরে প্রবেশ বা বের হওয়ার জন্য কোনো রাস্তা খোলা নেই। কিশোর-কিশোরী ও কর্মজীবী মানুষ প্রতিদিনই বিপাকে পড়ছেন। মানবিক সংকট দূর করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।