ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীরায়েরচর-মোল্লাকান্দি সড়কের ব্রিজের কাজ তিন বছর আট মাসেও শেষ হয়নি

ডিএসবি নিউজ
আগস্ট ২৫, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভোগান্তিতে সাধারণ মানুষ

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীরায়েরচর থেকে মোল্লাকান্দি সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজটির কাজ দীর্ঘ প্রায় চার বছরেও শেষ হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজ নির্মাণের জন্য ব্যবহৃত লোহার বিভিন্ন উপকরণ মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ—প্রতি বছর শীত মৌসুমে মাস খানেক কাজ হয়, তারপরই কাজ বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।

প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি মাসে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মো. আজাদ। তিনি জানান, “বর্ষা মৌসুমে পানি বেশি থাকায় কাজের গতি ধীর হয়ে যায়। তিনটি স্প্যানের মধ্যে দুটি ইতোমধ্যেই বসানো হয়েছে, বাকি একটি স্প্যান অক্টোবর-নভেম্বর মাসে পানি কমলে বসানো হবে। এরপর চলতি বছরের ডিসেম্বর নাগাদ ব্রিজটির বাকি কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা সম্ভব হবে।”

এলাকাবাসী জানান, ব্রিজটি না থাকায় মোল্লাকান্দি লালমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিদিন দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতে হয়। এতে তাদের সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।

মোল্লাকান্দির স্থানীয় এক অভিভাবক বলেন, “আমাদের ছেলে-মেয়েরা প্রতিদিন স্কুল-কলেজে যেতে কষ্ট করছে। অথচ ব্রিজের কাজ বছরের পর বছর ঝুলে আছে। এখনই কাজ শেষ করা না হলে এ অঞ্চলের উন্নয়ন ব্যাহত হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষ যেমন ভোগান্তি থেকে মুক্তি পাবে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।