ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে মোবাইল কোর্টের অভিযান: মামলা ৩টি, জরিমানা ৩০ হাজার টাকা, ডাম্পিংয়ে ৬ যানবাহন

ডিএসবি নিউজ
আগস্ট ২৫, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি ॥

সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম।

প্রশাসনের তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে এদিন ৩টি মামলা দায়ের এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া ৫টি অটোরিকশা ও একটি মাইক্রোবাস জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অভিযানের সময় অনেক অটোরিকশা চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন,

“জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উপস্থিত স্থানীয়দের মতে, প্রশাসনের এ উদ্যোগে মহাসড়ক কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। তবে তারা দীর্ঘমেয়াদে মহাসড়ককে অটোরিকশামুক্ত রাখার কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।