মোঃ শরিফুল ইসলাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পূর্ব লন্ডনে জাতীয়তাবাদী পরিবার, বৃহত্তর কুমিল্লা, যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান ও এম এ মালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নাসরুল্লাহ খান জুনায়েদ। সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন ও গণতন্ত্রহীনতার শিকার। এ অবস্থায় প্রবাসীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।
প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। এ সংগ্রামে প্রবাসী নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছেন।”
আলোচনার একপর্যায়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                