ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

ডিএসবি নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান উৎসব-২০২৫ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের হলরুমে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব মোঃ ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ এবং কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আক্তার হোসাইন।

উৎসবে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও প্রতিভার পরিচয় তুলে ধরে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক সৃজনশীল প্রজেক্ট প্রদর্শন করে। অতিথিরা প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মেধা, কল্পনা ও গবেষণার মনোভাবের প্রশংসা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দাউদকান্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি, তবে মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিবেশ, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সৌন্দর্য সত্যিই প্রশংসনীয়।”

শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় আয়োজিত এই বিজ্ঞান উৎসব ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

বিদ্যালয়ের মনোরম পরিবেশ, শিক্ষার্থীদের ভদ্র আচরণ এবং সুশৃঙ্খল উপস্থাপনা অতিথিদের মুগ্ধ করে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উৎসব তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরও অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ মুশফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ বোরহান উদ্দিন, মোঃ জাহের সরকার, এএসএম সোহেল, মাহমুদা আখন্দ, মোঃ মাহিবুর রহমান, আহমেদ ইমতিয়াজসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।