বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের আলীয়া মাদ্রাসা মোড় থেকে কারিতাস মোড় পর্যন্ত রাস্তা নির্মাণকাজে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থে কোটি টাকার প্রকল্প হলেও নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে পুরাতন ইট, নিম্নমানের বালু ও সামান্য খোয়া। ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।
শুধু তাই নয়, ড্রেনের ম্যানহোলের লোহার ঢাকনা সরিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আত্মসাৎ করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এর পরিবর্তে বসানো হচ্ছে নিম্নমানের সিমেন্টের ঢাকনা, যা অল্প দিনেই ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর একাধিক প্রতিনিধি বলেন, “রাস্তার কাজে যে উপকরণ ব্যবহার করা হচ্ছে তা কোনোভাবেই মানসম্মত নয়। পুরাতন ইট আর নড়বড়ে ঢাকনা দিয়ে জনগণের টাকা লুট করা হচ্ছে। অথচ এর কোনো তদারকি নেই।”
রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, উপকরণের মান ও পরিমাণ নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই, সবকিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্দেশে চলছে। সচেতন মহলের মতে,এই ধরনের নিম্নমানের কাজ অচিরেই ভেঙে পড়বে এবং বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি করবে। সরকারি বরাদ্দে নির্মিত প্রকল্পে এমন দুর্নীতি চলতে থাকলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে। স্থানীয়রা জরুরি ভিত্তিতে তদন্ত কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা সতর্ক করেছেন, যথাসময়ে ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ক্ষোভ আন্দোলনে রূপ নিতে পারে।
সরকারি অর্থে উন্নয়ন প্রকল্পের নামে এভাবে লুটপাট চলতে থাকলে এর দায়ভার সরকারের উপরেই বর্তাবে বলে মনে করছেন সাধারণ মানুষ।