ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব

ডিএসবি নিউজ
ডিসেম্বর ১, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বৃহত্তর কুমিল্লার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান মো. ফিরোজ সরকার কর্মজীবনে সততা, আদর্শ, কর্মদক্ষতা ও বিচক্ষণতার জন্য ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে নানান চ্যালেঞ্জ পেরিয়ে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ সফলতার সঙ্গে পালন করেছেন। খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে তার দক্ষ নেতৃত্ব মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে মো. ফিরোজ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরও পূর্বে তিনি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

ব্যক্তিজীবনে তিনি দাউদকান্দি উপজেলার পশ্চিম পাঁচগাছিয়া ইউনিয়নের হরিনা ভবানীপুর এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা মরহুম আর্শ্বাদ সরকার এবং মা মরহুমা মমতাজ বেগম। তিন ভাই ও তিন বোনের পরিবারে তিনি সবার ছোট।

শিক্ষাজীবনে তিনি মতলব উত্তর থানাধীন নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। তাদের তিন ভাইই নিজ নিজ কর্মক্ষেত্রে আলোকিত ভূমিকা রেখে দেশের সেবা করে যাচ্ছেন। বড় ভাই মো. নজরুল ইসলাম (বিএসসি, বিএড) ছিলেন মতলবের নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক। মেজ ভাই মো. মাজহারুল হক বাবুল বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

দাউদকান্দির এই ‘সরকার পরিবার’ স্থানীয়ভাবে যেমন সম্মানিত, তেমনি জাতীয় পর্যায়েও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তারা সমাজে আলোর দিশা দেখাচ্ছেন। নতুন খাদ্য সচিব মো. ফিরোজ সরকারের সফলতা কামনা করে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা দেশ ও জাতির কল্যাণে তাদের ধারাবাহিক অবদানের অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।